Khoborerchokh logo

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুড়ালের আঘাতে গৃহবধূকে হত্যা,স্বামী গ্রেপ্তার 193 0

Khoborerchokh logo

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুড়ালের আঘাতে গৃহবধূকে হত্যা,স্বামী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এই ঘটনা ঘটে।নিহত রেশমা বেগম (২৮) ওই গ্রামের মনজু মিয়ার (৩৬) স্ত্রী এবং একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরামকাজি ফলগাছা গ্রামের ফজলুল হকের মেয়ে।এলাকাবাসীর বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, দীর্ঘদিন থেকে রেশমা বেগমের সাথে মনজু মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।এক পর্যায়ে মনজু মিয়া কুড়াল দিয়ে রেশমা বেগমের মাথায় আঘাত করেন।এতে ঘটনাস্থলেই রেশমা বেগম মারা যান।ওসি আব্দুল্লাহিল জামান আরও বলেন, পুলিশ সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাজার থেকে মনজু মিয়াকে গ্রেপ্তার করেছে।এই ঘটনায় নিহত রেশমা বেগমের ভাই সুমন মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলায় মনজু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।পুলিশ জানায় ১৬ বছর আগে রেশমা বেগমের সঙ্গে মনজু মিয়ার বিয়ে হয়। তাদের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com